ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও নয়জন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ঈশ্বরগঞ্জের শিমরাইল ও ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর সদরের শিমরাইল এলাকায় ট্রাকচাপায় ফজলু মিয়া (৫৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হন। এই দুর্ঘটনায় আহত হন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফজলু মিয়া উচাখিলা বাজারের মাছের আড়তে ব্যবসা করতেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান বলেন, ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক ঈশ্বরগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

অন্যদিকে ভালুকায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে মহাসড়কেই উল্টে গিয়ে তা দুমড়েমুচড়ে যায়। এতে নাজমুল আনসারী (৩৬) নামের এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘাতক ট্রাক ও অটোরিকশাটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্র্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উবায়দুল হক/এমটিআই