চাঁদপুরে জরিমানা করে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠান দুটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান, পুলিশ , ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
উপজেলোর চর বসন্ত এলাকার অবস্থিত মেসার্স চরবসন্ত ব্রিকস এবং টুবগী এলাকার মেসার্স টুবগী ব্রিক ফিল্ড নামে দুই ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইটভাটা দুটির লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার পরও অবৈধভাবে পরিচালনা করায় ইটভাটা দুটিকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ইটভাটায় পানি মেরে তাৎক্ষনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আনোয়ারুল হক/এমএ