শীতে নোয়াখালীতে ১১ মিলিমিটার বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ
নোয়াখালীতে শীতের মধ্যে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে শীতের তীব্রতা যেমন বেড়েছে তেমন বেড়েছে দুর্ভোগ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। হঠাৎ এমন বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
সোনাপুর বাজারের ব্যবসায়ী জিহাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভোরে আর রাতে প্রচুর কুয়াশা আর শীত। দিনে তেমন সূর্যের দেখা মিলে না। আজ হঠাৎ বৃষ্টির কারণে স্যাঁতস্যাঁতে পরিস্থিতি বিরাজ করছে।
কামাল হোসেন নামের আরেক ব্যবসায়ী ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ বৃষ্টিতে সড়কে সাধারণ মানুষের চলাচল কম ছিল। সন্ধ্যার পর থেকে বেচাবিক্রির যে আশা ছিল তা শেষ হয়ে যায়। রাস্তায় লোকজন কমে আসে।
বিজ্ঞাপন
নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালীতে ১১ মিলিমিটার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শীতে যেন কোনো অসহায় মানুষ কষ্ট না পায় সেজন্য আমাদের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ কম্বল বিতরণ করছেন। আমি নিজেও রেলস্টেশন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ বিভিন্নস্থানে কম্বল বিতরণ করেছি। আমি মনে করি প্রতিটি সচ্ছল মানুষের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
হাসিব আল আমিন/এএএ