ফরিদপুরে অবৈধ ১০ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা
ফরিদপুর সদরে লাইসেন্স নবায়ন না করার দায়ে ১০টি ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর সদরের বিভিন্ন ইট ভাটায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার।
বিজ্ঞাপন
অভিযানকালে ৯টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের লাইসেন্স নবায়ন না করায় দুই লাখ করে এবং একটি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায় এক লাখ টাকাসহ মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
যে-সব ইটভাটাকে জরিমানা করা হয়েছে- ফরিদপুর সদরের মুরারিদহ এলাকায় অবস্থিত মেসার্স শাহাজাদা মিয়া ব্রিকস, একই এলাকার মেসার্স মন্ডল ট্রেডার্স, তাম্বুলখানা এলাকার মেসার্স এ আর এম ব্রিকস, ডোমরাকান্দি এলাকার মেসার্স মর্ডান ব্রিক ফিল্ড, কানাইপুর বাজারের মেসার্স কে বি ব্রিকস, শিবরামপুরের মেসার্স এফ এন্ড বি ব্রিকস, পি এম বি ব্রিকস, বারখাদা এলাকার মেসার্স এ আর বি ব্রিকস (ঢাকা ব্রিকস) ও কোমরপুরের মেসার্স ফ্যানকো ব্রিকসকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বড় মাধবপুর এলাকার মেসার্স প্রত্যাশা ব্রিকস ফিল্ডকে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে ১০টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
জহির হোসেন/এএএ