সোনাগাজী মডেল থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলএমজি নিরাপত্তা পোস্ট স্থাপন করা হয়েছে

ফেনীর সোনাগাজী মডেল থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এলএমজি নিরাপত্তা পোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি একটি এসএমজিও বসানো হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সোনাগাজী শহরের জিরো পয়েন্ট এলাকার দিকে তাক করে রাখা ওই দুই মেশিনগানের দায়িত্বে পুলিশের সদস্যদের নিয়োজিত থাকতে দেখা গেছে।

থানা সূত্রে জানা গেছে, সোনাগাজী মডেল থানা এলাকায় নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে থানার মূল ভবনের পূর্ব পাশে ফটকসংলগ্ন স্থানে সড়কের দিকে তাক করা একটি এলএমজি (লাইট মেশিন গান) স্থাপন করা হয়েছে। আর থানা ভবনের দোতলায় স্থাপন করা হয়েছে একটি এসএমজি (সাবমেশিন গান) ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, দেশের সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে, সব ধরনের অরাজকতা প্রতিহত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে থানার সামনে এলএমজি বসিয়ে বালু ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ পোস্ট স্থাপন করা হয়েছে।

অন্যদিকে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নেও তৎপর রয়েছে পুলিশ সদস্যরা। উপজেলার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি। শহরে সার্বক্ষণিক টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা।

হোসাইন আরমান/এএম/জেএস