ড্রেজার মেশিন দিয়ে সরকারি পুকুর (খাস পুকুর) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামে একটি সরকারি পুকুর থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. খবিরুল আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- আবুল কাসেম। তিনি বালীজুড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান ঢাকা পোস্টকে জানান, আবুল হাসেম ড্রেজার মেশিন দিয়ে সরকারি ওই পুকুর (বালিজুড়া খাস পুকুর) থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মো. জিয়াউর রহমান/এসএসএইচ