ধান কাটতে যাওয়ার পথে প্রাণ গেল শ্রমিকের
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস
নওগাঁর আত্রাইয়ে ধান কাটতে যাওয়ার পথে জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে রবিউল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে উপজেলার জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকার মৃত মতিউর ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমারের মির্জাগঞ্জ এলাকার ১৩ জন কৃষকসহ ১৫ জন একটি মাইক্রোবাসে করে নওগাঁর আত্রাইয়ে ধান কাটার জন্য হিলি-জয়পুরহাট সড়ক দিয়ে যাচ্ছিলেন। পাঁচবিবির জিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে রবিউল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ১০ জন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় একজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত ৭ জনের মধ্যে ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় আহত আরও তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চম্পক কুমার/এসপি