মেহেরপুরের আমঝুপিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও নতুন সময়ের প্রতিনিধি পাভেল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র নামের একটি এনজিও সংস্থার দপ্তরের সামনে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে তারা চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। হামলার ঘটনায় আবু লায়েস ও জিয়াউর রহমান নামে দুই দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।
 
আহত সাংবাদিক রাশেদুজ্জামান বলেন, সোমবার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি নামক স্থানে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাই আমরা। সেখানে জানতে পারি মানব উন্নয়ন কেন্দ্রের একজন কর্মকর্তার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে জেনে সংস্থাটির দপ্তরের সামনে সাধারণ মানুষ জড়ো হয়েছে। সেখানে পৌঁছে জটলার ছবি তুলতে গেলে ৮/১০ জন দুর্বৃত্ত আমাদের ওপর চড়াও হয়। এসময় তারা আমাদের ওপর হামলা শুরু করে। দুর্বৃত্তদের হাত থেকে আমাকে বাঁচাতে এগিয়ে এলে স্থানীয় সাংবাদিক সিরাজুদৌজা পাভেলের ওপরেও হামলা করে তারা।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছায়। হামলাকারীদের মধ্যে থেকে একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। পরবর্তীতে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সন্ধ্যা পর্যন্ত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আল্টিমেটাম দিয়েছে মেহেরপুর প্রেসক্লাব। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেহেরপুরের সাংবাদিক সমাজ।

এমএএস