ময়মনসিংহে সুতার কারখানায় আগুন
ময়মনসিংহের ভালুকায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজার এলাকার ব্রাইভেন্ট নিটিং লিমিটেডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করি। এতে ভালুকার দুটিসহ ময়মনসিংহ, শ্রীপুর, গফরগাঁও ও ত্রিশাল থেকে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুনে গোডাউনে থাকা বেশির ভাগ সুতা পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
উবায়দুল হক/এমজেইউ