রেললাইন তুলে বিক্রি করে দিয়েছিল বিএনপি : রেলমন্ত্রী
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বিএনপির শাসনামলে তারা রেলের দক্ষ জনবলকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করে দিয়েছিল। শুধু তাই নয়, অনেক জায়গায় নতুন করে যেসব রেললাইন আমরা স্থাপন করেছিলাম সেসব লাইন তুলে বিক্রি করে দিয়েছিল তারা। যেখানে আমাদের ২৮০০ জনবল দরকার সেখানে ৮০০ লোক দিয়ে কাজ চালাতে হচ্ছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে রাত সাড়ে ৯টায় নাটোরের আব্দুলপুর রেলস্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
রেলপথ মন্ত্রী বলেন, রেলের অনেক যন্ত্রপাতি সৈয়দপুর কারখানায় পড়ে আছে। অথচ আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। রেলের বগি মেরামতে এ কারখানার যে সামর্থ্য তা আমরা ব্যবহার করতে পারছি না। অথচ রেলের বগি আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়।
জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন রেলপথ তৈরি ও সম্প্রসারণে কাজ করছেন। অল্প খরচে রেলসেবা মানুষের কাছে পৌঁছে দিতে তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। আমরা আমাদের সীমিত সম্পদ ব্যবহার করে রেল সেবাকে সুলভ ও মানসম্মত করে তুলব।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অসহায়-দরিদ্র মানুষের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, চংধুপইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।
গোলাম রাব্বানী/এমএ