চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.আব্দুর রহিম (৩২), মো.জাকির হোসেন (২৬), মো.ওসমান গনি (২৪), মো.জাহিদ ইসলাম (১৫), মো. নীরব (১৬) ও মো.বিল্লু (১৫)।  

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১১টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে দুটি টিপ ছোরা ও একটি হাতপাঞ্জা উদ্ধার করা হয়।

এমআর/এমজে