জীবনানন্দ দাশের জন্মবার্ষিকীতে চার দিনব্যাপী জলরঙ কর্মশালা
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে প্রথমবারের মতো শুরু হয়েছে চার দিনব্যাপী বিভাগীয় জলরং কর্মশালা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমির পাঠাগার মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন চারুশিক্ষা প্রতিষ্ঠান জলের ধারার নির্বাহী সোহাগ পারভেজ।
তিনি জানান, কর্মশালার মধ্য দিয়ে চিত্রকর্মে শিশু ও শিল্পীরা নিজেদের দক্ষ করে তুলতে পারবে। চারদিকের কর্মশালায় জল রঙের ব্যবহার এবং চিত্রকর্ম সম্পর্কে ধারণা দেওয়া হবে। অংশগ্রহণকারীদের হাতেকলমে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসায় ওরা সহজেই রঙের ব্যবহার সর্ম্পকে ধারণা পাবে। কর্মশালায় জলরঙ ছাড়াও, ড্রয়িং, পরিপ্রেক্ষিত, কম্পোজিশনসহ বিভিন্ন বিষয়ে জানানো হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা বরিশালের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী, সাবেক সম্পাদক সুশান্ত ঘোষ, শিল্পী তাপস কর্মকার, মোহাম্মদ গিয়াস উদ্দিন, চন্দ্রশেখর বাবুলসহ অনেকেই।
কর্মশালায় বরিশালের জেলা ও উপজেলা থেকে অর্ধশত শিক্ষার্থী অংশ নিচ্ছে।
সৈয়দ মেহেদী হাসান/পিএইচ