হাতির প্রচারণায় খাদ্য কর্মকর্তা!
ময়মনিসংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে হাতির প্রচারণায় নেমেছেন জামালপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত শামসুন্নাহার রুমা। এই খাদ্য কর্মকর্তা মেয়র পদে সাদেকুল হক খান মিল্কী টজুর হাতি প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন। এছাড়াও তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ঠেলাগাড়ি প্রতীকের শরাফ উদ্দিনের পক্ষে অবস্থান নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
খাদ্য কর্মকর্তার এমন প্রচারণা এখন শোভা পাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। মন্তব্যের ঘরেও চলছে পক্ষে-বিপক্ষে তুমুল সমালোচনা। সাধারণ ভোটাররা বলছেন, কোনো সরকারি কর্মকর্তা প্রকাশ্যে এসে কারো পক্ষে ভোট চাইতে এবারই তারা প্রথম দেখেছেন।
তবে প্রার্থীদের জন্য প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি নেতিবাচক হিসেবে দেখছেন না জিন্নাত শামসুন্নাহার রুমা। জানতে চাইলে বলেন, তারা (প্রার্থীরা) আমার পছন্দের লোক, এমনকি আমার আত্মীয়ও হতে পারে। তাই তাদের জন্য কারো কাছে ভোট চাইতেই পারি। আমার চাকরি ঠিক রেখে সবকিছু করছি। এ বিষয়ে যা পারেন লিখেন। এমনকি বক্তব্য রেকর্ড করে ভাইরালও করতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না।
ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, কোনো সরকারীরি কর্মকর্তা কারো পক্ষ নিয়ে নির্বাচনে প্রচারণায় নামতে পারবেন না। সেই বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে। যদি এ বিষয়ে আমরা অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা নেব।
বিজ্ঞাপন
ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নাঈম মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকারি চাকরি করে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এলাকার কেউ প্রার্থী হলে তার পক্ষে সমর্থন থাকতে পারে। প্রকাশ্যে প্রচারে নামা যাবে না। খোঁজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উবায়দুল হক/এমএএস
বিজ্ঞাপন