বরগুনায় মেয়াদোত্তীর্ণ  খাবার খেয়ে আলমগীর হোসেন নামে এক খামারির প্রায় ৩০০ হাঁসের বাচ্চার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অনিল স্টোর নামের ওই খাবার বিক্রির দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বরগুনা সদর রোড এলাকার অনিল স্টোর নামের হাঁস-মুরগির খাবার বিক্রির ওই দোকানে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার লাকুর তলা নামক এলাকার খামারি আলমগীর হোসেন বাজার থেকে ৩০০টি হাঁসের বাচ্চা ক্রয় করেন। পরে অনিল স্টোর থেকে খাবার কিনে নিয়ে ওই বাচ্চাগুলোকে খাওয়ালে বাচ্চাগুলে মারা যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও জেলা ভোক্তা অধিকারের সমন্বিতভাবে অভিযান পরিচালনা করলে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে দোকানের মালিক অনিলকে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া একই দিনে শহরের বিভিন্ন ক্লিনিকেও অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্তি মূল্যে সিবিসি পরীক্ষা করার দায়ে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুক্তভোগী আলমগীর হোসেনের অভিযোগের সত্যতা নিশ্চিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী  জরিমানার ২৫ শতাংশ ১০ হাজার টাকা ভুক্তভোগীকে প্রদান করা হয়েছে। 

আব্দুল আলীম/এমএএস