দিনাজপুরে আলোচিত আলী রেজা সোহেল (২৩) হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্যামসুন্দর এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর সদরের ঘাসিপাড়ার আতাউর রহমান চেয়ারম্যানের ছেলে জুবিয়ার রহমান (৪৪), বড়বন্দর এলাকার আবুল কালামের ছেলে মো. তন্ময় মিয়া (৪৪), লালবাগ এলাকার জহির উদ্দিনের ছেলে মো. রাকু মিয়া ( ৪৫), চাউলিয়াপট্টি এলাকার মুকিব আলীর ছেলে রিয়াল হোসেন (৩৮) ও আব্দুস সালাম ( ৪০)। এর মধ্যে আব্দুস সালাম পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর আলী রেজা সোহেলকে রামনগরের নিজ বাড়ি থেকে আব্দুস সালাম নামে তার বন্ধু মোটরসাইকেলে দিনাজপুরের রামসাগরে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর আব্দুস সালামসহ ৬/৭ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলী রেজা সোহেলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে পালিয়ে যায়। পরে তারাই মুঠোফোনে পরিবারকে জানায় যে আলী রেজা সোহেলকে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় নিহতের বড় ভাই কাজী গোলাম জিলানী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

দিনাজপুর কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলী জানান, এই রায় ঘোষণা পর পুলিশ সতর্কতার সঙ্গে চার আসামিকে জেলা কারাগারে প্রেরণ করেছে।

ইমরান আলী সোহাগ/এমজেইউ