ওয়াটার ডিলারশিপ মিট আপ এ বিজনেস ম্যাভেন অ্যাওয়ার্ড পেলেন এম এম ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডার অ্যান্ড সিইও প্রকৌশলী পারভীন আক্তার ময়ন। বাংলাদেশে ওয়াটার সেক্টরে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
 
গত শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় সাভার বেলমাতে প্রকৌশলী পারভীন আক্তার ময়ন ইন্ডাস্ট্রিয়াল জোনে ওয়াটার সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্টজনের সামনে গ্রিন ডট লি: এর মিসেস নারগিস সুলতানা (ডিরেক্টর) এই বিজনেস ম্যাভেন অ্যাওয়ার্ড তুলে দেন। 

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় "এম এম ওয়াটার ইঞ্জিনিয়ারিং" এর ফাউন্ডার অ্যান্ড সিইও প্রকৌশলী পারভীন আক্তার ময়ন বলেন, বিজনেস ম্যাভেন অ্যাওয়ার্ড পেয়ে আমি গর্বিত। এটা অনুভব করার মতো অনুভূতি। সত্যি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

২০২০ সাল থেকে এম এম ওয়াটার ইঞ্জিনিয়ারিং বিজনেস প্লাটফর্ম কার্যক্রমের মাধ্যমে ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে সকল ধরনের কাজ নিয়ে তার পথচলা। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল জোনে এবং বিশুদ্ধ পানি নিরাপত্তার জন্য অসংখ্য রিসার্চ করে কাজ করে যাচ্ছেন এম এম ওয়াটার ইঞ্জিনিয়ারিং কোম্পানির ফাউন্ডার অ্যান্ড সিইও। এম এম ওয়াটার ইঞ্জিনিয়ারিং মূলত ইটিপি, ডব্লিউটিপি, এসটিপি, ডব্লিউ ডব্লিউ টিপি নিয়ে কাজ করে থাকেন। 

এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়াটার সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রিনডট লিমিটেডের চেয়ারম্যান জাহিদুল ইসলাম (জাহিদ) ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুলাহ আল মামুন।  

স্বাগত ভাষণে গ্রিন ডট লি: এর (ডিরেক্টর) নারগিস সুলতানা বলেন, এই সেক্টরে একজন নারী প্রকৌশলীর অবদান বাংলাদেশ ওয়াটার সেক্টরে বড় একটি এচিভমেন্ট।
এবং আমাদের বাংলাদেশের জন্য অনেক প্রশংসনীয়।

এমএএস