জামালপুরে ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জীবন (২৫), রাকিব (২৮), সোহেল (৩৩), শিপন (৩৪) ও রনি (২৬)। এদের মধ্যে পলাতক রয়েছেন রনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন বলেন, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। এরপর সেই ব্যক্তিকে জামালপুর সদর উপজলোর নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালরে ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার প্রক্রিয়া শেষে ৮ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

রকিব হাসান নয়ন/আরএআর