চাঁদপুরে ব্যালটে প্রতীক ভুল, নির্বাচন স্থগিত
চাঁদপুরের হাজীগঞ্জে ওয়ার্ড উপ-নির্বাচনে ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদম ফুল ছাপা হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে এ ঘটনা ঘটে।
এ ওয়ার্ডে ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে উপ-নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু আপেল মার্কার স্থলে কদম ফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে দেন।
বিজ্ঞাপন
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল), শফিউল্যাহ স্বপন (সিলিং ফ্যান), খোরশেদ আলম (মোরগ), কার্তিক (তালা), মাওলানা মীর হোসেন (আপেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোট গ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদম প্রতীক দেখা যাওয়ায় বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে কমিশন ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করার নির্দেশ দেন। তার প্রেক্ষিতে নিবার্চন স্থগিত করা হয়েছে। আশা করি, নির্বাচন কমিশন দ্রুত তফসিল ঘোষণা করবেন।
বিজ্ঞাপন
আনোয়ারুল হক/এএএ