ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিল্লাল মিয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে ভোট গ্রহণ শুরুর আগে নবীনগর উপজেলা পরিষদ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান সারোয়ারসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। 

চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল মিয়া বলেন, ভোট গ্রহণের আগে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন  চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিনের সমর্থক হাসান সারোয়ার ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভোটকেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। একপর্যায়ে তারা হামলা চালিয়ে চড়-থাপ্পড় ও কিল ঘুসি মারেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ বলেন, কেন্দ্রের বাইরে এক প্রার্থীর সঙ্গে ঝামেলা হয়েছে। কিন্তু এতে ভোটে কোনো প্রভাব পড়েনি। 

উল্লেখ্য, ২০২৩ সালের ২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার মারা যান। এতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের ১ হাজার ৩৮৪ জন জনপ্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।

এএএ