মা সীমা বেগমের কোলে শিশু তাইবা

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া দুই মাসের শিশু তাইবাকে আটদিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কচুগাড়ি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

এদিকে ওই শিশু চুরির ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির মা সীমা বেগম বলেন, বুধবার (২৩ ডিসেম্বর) সকালে দুই মাস বয়সী শিশুকন্যা তাইবাকে নিয়ে নিজের সর্দি-কাশির চিকিৎসা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। ওই সময় বহির্বিভাগে খুব ভিড় ছিল। এ সময় পাশে থাকা বোরখা পড়া এক নারী আপা বলে সম্বোধন করে নানা গল্প করে। এক পর্যায়ে তার কোলে তাইবাকে দিয়ে ডাক্তার দেখানোর কথা বলে। সরল বিশ্বাসে মেয়েকে ওই অপরিচিত নারীর কোলে দিয়ে ডাক্তার দেখাতে যাই। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে বোরকা পরা ওই নারীকে আর খুঁজে পাই নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে আসা এক নারীর দুই মাসের কন্যাসন্তান চুরি হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে মা শিশুটিকে নিজের বলে সনাক্ত করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নাটোরের গুরুদাসপু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়ার সাতদিন পর শিশু তাইবাকে বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শাকিলা নামে একজনকে আটক করা হয়েছে।

এসপি