ল্যাপটপ উপহার পেলেন ২৫ নারী উদ্যোক্তা
নেত্রকোণা সদর উপজেলার ২৫ জন নারী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস।
বিজ্ঞাপন
এ সময় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু বলেন, নারীবান্ধব এ সরকার নারীর ক্ষমতায়ন, মর্যাদাসহ স্বাবলম্বী করতে জোর চেষ্টা চালাচ্ছে। দেশের অর্ধেক জনসংখ্যা নারীর সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ওমেন ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষণ দেওয়া হয় উপজেলার ২৫ জন নারী উদ্যোক্তাকে। এসব প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
চয়ন দেবনাথ মুন্না/এএএ