নেত্রকোণা সদর উপজেলার ২৫ জন নারী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এ ল্যাপটপ বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস।

 এ সময় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু বলেন, নারীবান্ধব এ সরকার নারীর ক্ষমতায়ন, মর্যাদাসহ স্বাবলম্বী করতে জোর চেষ্টা চালাচ্ছে। দেশের অর্ধেক জনসংখ্যা নারীর সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ওমেন ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষণ দেওয়া হয় উপজেলার ২৫ জন নারী উদ্যোক্তাকে। এসব প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছে।

চয়ন দেবনাথ মুন্না/এএএ