বগুড়ায় করোনাভাইরাসে আরও দুজনের মৃত্যু
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যুর মিছিলে গত ২৪ ঘণ্টায় যোগ হয়েছে আরও দুজনের নাম। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ২৬ জন।
করোনা আক্রান্তে মৃতরা হলেন বগুড়া সদরের ফুলদিঘী এলাকার আব্দুল লতিফ (৮৫) এবং শহরের কাটনারপাড়া এলাকার আল বেরুনি (৭০)।
বিজ্ঞাপন
তারা দুজনই শুক্রবার বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার (২৩ এপ্রিল) করোনায় এক তরুণীর মৃত্যু হয়। শনিবার দুপুর ১২টায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন আরও জানান, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৫৮ নমুনার ফলাফলে নতুন করে ২৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৯ জন। ২৩ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩০টি নমুনায় ১৬ জনের পজিটিভ এসেছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এছাড়া টিএমএসএস-এ ২৮ নমুনায় ১০ জনের পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে সদরের ২৪ জন, বাকি দুইজন আদমদীঘি ও শাজাহানপুরের বাসিন্দা। এর আগের দিন জেলায় ২২০ নমুনায় ৬২ জন করোনায় শনাক্ত হয়েছিলেন।
জেলা স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, নতুন আক্রান্ত নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৬৫৬ জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৩১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৮৬ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১০৫৯ জন।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর