কথা ছিল বাড়ি ফিরে ইফতার করবেন, ফিরলেন লাশ হয়ে
ফেনীতে মালবাহী লোবেট ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি চালক মো. রাসেল (২৫) গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
নিহত সাইফুল চাঁদপুর জেলার মতলব উপজেলার কালী আইশ গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। তিনি ব্যবসা সূত্রে পরিবার নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম অভিমুখী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লোবেট গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিহত সাইফুলের বড় ভাই মাসুদ বলেন, ইফতারের ঠিক আগমুহূর্তে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনতে পাই। এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছিনা।
নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, দোকানের মালামাল কেনার জন্য ফেনীতে এসেছিলেন সাইফুল। দুপুরে বাসা থেকে বের হওয়ার সময় বলছিলেন ঘরে ফিরে ইফতার করবেন। কিন্তু ইফতারের আগেই তিনি লাশ হয়ে ফিরলেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রুহুল মোহসেন সুজন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল থেকে একটি সিএনজি ও লোবেট গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারেক চৌধুরী/এমএসএ