পবিত্র মাহে রমজানে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা-বেচা করতে নরসিংদীতে সাশ্রয়ী বাজার চালু করেছে জেলা প্রশাসন। শনিবার (১৬ মার্চ) সকালে শহরের শিক্ষা চত্বর সংলগ্ন পৌরপার্ক মাঠে ১২টি স্টল নিয়ে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। 

সাশ্রয়ী বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা, যা স্বাভাবিক দামের তুলনায় ১২ টাকা কম। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫০ টাকায়। এ ছাড়া কেজি প্রতি অন্তত ১০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে বেগুন, কাচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। মুরগির মাংস, লাউ, টমেটো, ডাটা, মাছ, গ্যাস সিলিন্ডারসহ সব ধরনের নিত্যপণ্য বিক্রি হচ্ছে স্বাভাবিক বাজার থেকে অন্তত প্রায় ৩ শতাংশ কম দামে। 

রমজানজুড়ে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে ৩ দিন সকাল ৯টা থেকে এই বাজার চলবে বলে জানান জেলা প্রশাসক।

আব্দুল জলিল নামে একজন উপকার ভোগী জানান, বাজার মূল্যের চেয়ে অনেক কমদামে এখানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাচ্ছি। এতে করে আমাদের অনেক উপকার হচ্ছে। আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন কারো কাছে চাইতে পারি না। তবে নরসিংদী জেলা প্রশাসনের এমন উদ্যোগে আমরা সাশ্রয়ী মূলে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে পারছি। 

জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, নরসিংদী মূলত একটি শিল্প সমৃদ্ধ জেলা। এ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানাসমূহে কাজ করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষজনের সমাগম ঘটেছে। প্রান্তিক এ জনগোষ্ঠী ছাড়াও নরসিংদীর নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এ বাজারটি অসামান্য ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

জেলা প্রশাসক জানান, নিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের সুবিধা নিয়ে কেউ যেন অধিক পরিমাণে পণ্য কিনতে না পারেন এজন্য প্রতিটি সামগ্রী কেনার ক্ষেত্রে সীমা (যেমন: গরুর মাংস ২ কেজির বেশি কেউ ক্রয় করতে পারবেন না) নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক নরসিংদী জেলা প্রশাসন ইফতার পার্টি বর্জন করে রোজার মাসে নরসিংদীর ৬টি উপজেলার নিম্ন আয়ের গরীব, অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম প্রমুখ। 

তন্ময় সাহা/এএএ