হবিগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এছাড়া আরও দুই আরোহী আহত হয়েছেন।
শনিবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি বাহুবল সদর ইউনিয়নের হরিতলা গ্রামের আজাদ মিয়ার ছেলে।
আহতরা হলেন, পারভেজ আলম ও সাব্বির আহমেদ।
বিজ্ঞাপন
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম তার দুই বন্ধু পারভেজ আলম ও সাব্বির আহমেদকে নিয়ে মোটরসাইকেলে ইসলামাবাদ থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় পাশে গিয়ে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরিফ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনসহ মোটরসাইকেলটি রাস্তা পাশে ছিটকে পড়ে। কয়েকজন মিলে তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিনা ফারহীন বলেন, সাইফুল নামে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান। অপর গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএ