সাতক্ষীরায় কারাগারে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান

করোনাভাইরাস সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা কারাগারে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় জেলা কারাগার পরিদর্শন করে এমপি কারাবন্দিদের খোঁজখবর নেন।

এ সময় করোনা প্রতিরোধে তাদের সুরক্ষাসামগ্রী প্রদান করেন তিনি। এমপি মীর মোস্তাক আহমেদ রবি বলেন, করোনাভাইরাস যাতে জেলা কারাগারে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের সব কারাগারে বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। কারাগারে অনেক বন্দি থাকেন। কারারক্ষীদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি। যেন বন্দিরা করোনাভাইরাসে আক্রান্ত না হন।

এ সময় কারা কর্তৃপক্ষের কাছে এমপি রবি বন্দিদের জন্য পাঁচটি সিলিং ফ্যান ও করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করেন। উপস্থিত ছিলেন সাতক্ষীরা কারাগারের জেল সুপার সাঈদ হোসেন, জেলার কামরুল ইসলাম ও ডেপুটি জেলার রাকিব শেখ।

আকরামুল ইসলাম/এমএসআর