নাটোরে আদালতচত্বরে প্রকাশ্যে বিচারপ্রার্থী যুবককে কুপিয়ে জখম করায় ঘটনায় আটক পাঁচ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলমের আদালত এই আদেশ দেন।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মজিদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার এসআই আমিনুল ইসলাম আদালতে আসামিদের পাঁচদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলির উৎস এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য আসামিদের রিমান্ড চাওয়া হয়েছে। ১৯ তারিখে তাদেরকে নিয়ে আসা হবে এবং ২২ তারিখ দুপুরে তাদেরকে পুনরায় ফেরত দেওয়া হবে। আসামিদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।

গত ১৪ মার্চ আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে বিচারপ্রার্থী রাতুল হককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। ঘটনার পরপরই পুলিশ সজিব, সোহাগ, সুমন, সবুজ ও ইমনকে গ্রেপ্তার করে।

গোলাম রাব্বানী/এমজে