ঠাকুরগাঁও‌য়ে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহ‌রের আমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- পঞ্চগড়ের নতুনবস্তি গ্রা‌মের ময়নুল হকের মে‌য়ে মোছা. মাহবুবা (৩৯) ও ঠাকুরগাঁও শহ‌রের গোবিন্দগড় বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছে‌লে মো. মনজুর রহমান। নিহতরা ঠাকুরগাঁও সুগার মিলের কর্মচা‌রী ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মি‌লের জেনা‌রেল ম‌্যা‌নেজার আবু রায়হ‌ান ক‌বির।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূ‌ত্রে জানা যায়, দুপু‌রের পর বেলা আড়াটইার দি‌কে ঠাকুরগাঁও রোড সুগার মিল থে‌কে কাজ শেষে  বাড়ি ফিরছি‌লেন মাহবুবা ও মনজুর রহমান। এ সময় মাহবুবা‌কে মোটরসাইকে‌ল যো‌গে শহ‌রের বাস টা‌র্মিনা‌লে পৌঁছে দি‌তে যান মনজুর। প‌থে শহ‌রের আমতলী মোড় এলাকায় পৌঁছ‌ালে পেছন দিক থে‌কে আসা এক‌টি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতালে নেন। সেখানে দুজন‌কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সহকর্মীর মৃত্যুতে ক্ষোভ জা‌নি‌য়ে মি‌লের ইক্ষু উন্নয়ন সহকারী আনোয়ার হো‌সেন ব‌লেন, দুজন সহকর্মী কর্মস্থল থে‌কে বা‌ড়ি ফেরার প‌থে ট্রাকচাপায় করুণ মৃত্যু হলো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। 

ঠাকুরগাও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফি‌রোজ ক‌বির বলেন, নিহতদের মরদেহ সুরতহাল রিপোর্টের পর পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরিফ হাসান/আরএআর