মাহিন্দ্রা কেড়ে নিল দশম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ
বাড়ি থেকে বাইসাইকেল যোগে বাজারে যাচ্ছিল দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত শিকদার (১৫)। পথে মাহিন্দ্র ট্রাকের চাপায় তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর পন্ডিতসার সড়কের পশ্চিম নন্দনসার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রিফাত শিকদার (১৫) পশ্চিম নন্দনসার গ্রামের ইসমাইল শিকদারের ছেলে। সে হালইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে রিফাত বাড়ি থেকে বাইসাইকেলে করে ঘড়িসার বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সুরেশ্বরের বালু ব্যবসায়ী ছাত্তার মালতের মাহিন্দার সঙ্গে রিফাতের সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় রিফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মাহিন্দ ট্রাকটি জব্দ করেছে।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মাহিন্দ ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহযোগীরা পালিয়েছে। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সাইফ রুদাদ/এএএ