রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে জরুরি সেবা ব্যাতিত সকল দোকান রাত ১০টার পর বন্ধ করে দিতে হবে। বিশেষ করে রাত ১০টার পর বিভিন্ন বাজারে চায়ের দোকানগুলোতে আড্ডা বসে। রাতে যারা আড্ডা দেয় তাদের অধিকাংশই মাদকসেবীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাই রাত ১০টার দোকান খোলা থাকলেই ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে সদর থানা প্রাঙ্গণে উপজেলার আওতাধীন বাজারসমূহের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি বাজারের সিসিটিভি ক্যামেরা সচল থাকতে হবে। সিসিটিভি ক্যামেরা সচল না থাকলে বাজার কমিটির মাধ্যমে তা সচল করতে হবে। প্রতিটি বাজারে নৈশপ্রহরীর ব্যবস্থা করতে হবে। প্রতিটি বাজারে নৈশপ্রহরীর তালিকা আমাদের কাছে দিতে হবে। কোনো নৈশপ্রহরী ঠিক মতো ডিউটি না করলে থানায় জানালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার নির্ধারিত দামে বাজারে পণ্য সামগ্রী বিক্রি করতে হবে। কোনো দোকানদার বেশি দাম নিলে, সেই অভিযোগ পেলে বাজার কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আসন্ন ঈদকে সামনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনারা সকলেই সচেতন থাকবেন। নিজেদের সচেতনতা সব থেকে গুরুত্বপূর্ণ।

রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. মো. আব্দুর রহিম বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদর উপজেলার বিভিন্ন বাজারের বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সদর থানার বিভিন্ন ইউনিয়নের বিট অফিসাররা উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএএস