১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন মুন্সীগঞ্জের ৩৬ জন
মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে ৩৬ জন চাকরি পেয়েছেন। কোন প্রকার হয়রানি সুপারিশ এবং ঘুষ ছাড়া চাকরি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন এসব তরুণ-তরুণী।
চাকরি প্রাপ্তদের ৪ জন নারী এবং ৩২ জন পুরুষ।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মার্চ) বিকেলে ৫টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান সব ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।
এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
পুলিশ সুপার আসলাম খান তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, মুন্সীগঞ্জে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৯৭ আবেদন করেছিলেন। এর মধ্যে ২৮১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ লিখিত পরীক্ষায় পাস করেন। এর মধ্যে ৩৬ জন সর্বোচ্চ নম্বর পেয়ে নির্বাচিত হয়।
ব.ম শামীম/এমএ