রেললাইনে আটকে গেল নছিমন, ধাক্কা দিয়ে থামল ট্রেন
কক্সবাজারে রেললাইন পার হওয়ার সময় লাইনে আটকে পড়া গাছ বোঝাই নছিমনকে ধাক্কা দেয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। এতে প্রায় আধাঘণ্টা ধরে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
রোববার (২৪ মার্চ) দুপুর ১টা ১০ মিনিটের সময় ডুলাহাজারা-চকরিয়া সেকশনে এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার মেহেদী হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার এক্সপ্রেস আসার আগ মুহূর্তে একটি গাছ বোঝাই নসিমন আটকে যায়। পরে নছিমনটিকে সরাসরি ধাক্কা দেয় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি। এতে ট্রেন চলাচল আধাঘণ্টা বন্ধ ছিল। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর নসিমনের চালক পলাতক রয়েছেন। ট্রেনের স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় নছিমনকে রেললাইনের পাশে ফেলে দিয়ে সেকশন ক্লিয়ার করা হয়।
বিজ্ঞাপন
চকরিয়ার স্টেশন মাস্টার এস এম ফরহাদ বলেন, কক্সবাজার এক্সপ্রেস যাওয়ার সময় ১টা ১০ মিনিটে চকরিয়ার ডুলাহাজারায় আসলে কাঠ বোঝায় একটি নসিমন রেলের রাস্তা দিয়ে পার হয়। তখন ট্রেনের ইঞ্জিনের সঙ্গে নছিমনটির ধাক্কা লাগে।
সাইদুল ফরহাদ কক্সবাজার