পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রংপুর বিভাগের আট জেলার ২২ লাখ ৮১ হাজার ৬২৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এর মধ্যে রংপুর জেলার ২ লাখ ৮৬ হাজার ৩৪৫ জন উপকারভোগী রয়েছে। তবে এ তালিকায় কোনো প্রকার বরাদ্দ জুটেনি রংপুর সিটি কর্পোরেশনের হত-দরিদ্রদের জন্য। সিটিতে ভিজিএফ চাল বরাদ্দ না হওয়ায় সিটির হতদরিদ্র দেড় লাখ মানুষ হতাশ।

আর কদিন পরে ঈদুল ফিতর। প্রতি ঈদে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ভরসা ভিজিএফের চাল। তিন বছর আগে রংপুর জেলায় বরাদ্দ ছিল ৪ লাখ ২২ হাজার ৯১৫ জনের। এবার বরাদ্দ কমে এসে দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার জনের। তিন বছরের ব্যবধানে বরাদ্দ কমেছে এক লাখ ৩৬ হাজার জনের। রংপুরের ৮ উপজেলা ও ৩ পৌরসভায় ভিজিএফের এই চালের বরাদ্দ দেওয়া হয়েছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, এবার ঈদুল ফিতরে রংপুরের ৮ উপজেলায় ২ লাখ ৮৬ হাজার ৩৪৬ জনের বরাদ্দ এসেছে। এর মধ্যে বদরগঞ্জ, পীরগঞ্জ ও হারাগাছ এই ৩টি পৌরসভায় ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে ৭ হাজার ৭০২ জনের করে। ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হবে । 

ত্রাণ অফিস সূত্র মতে, ভিজিএফের চাল জেলা অফিসে এসেছে। এই চাল উপজেলা ও পৌরসভা পর্যায়ে পাঠানো হচ্ছে। ঈদের আগেই এই চাল বিতরণ করা হবে। 

এদিকে সিটি কর্পোরেশনে ভিজিএফের চালের বরাদ্দের নিয়ম উঠে যাওয়ায় হতদরিদ্র পরিবারগুলো হতাশ । সিটি করপোরেশনের একাধিক দরিদ্র মানুষের সঙ্গে কথা হলে তারা জানান, আশা ছিল ঈদের আগে ভিজিএফের চাল পাবেন কিন্তু সে আশা এখন তাদের দুরাশা হয়ে গেছে। সিটিতে ভিজিএফের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন রংপুরের সচেতন মহল । 

জেলা পুনর্বাসন ও ত্রাণ কর্মকর্তা মোতাহার হোসেন জানান, ভিজিএফ চালের বরাদ্দ এসেছে। বিতরণ শুরু হয়েছে। সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত ভিজিএফের কোনো বরাদ্দ আসেনি।

এদিকে রংপুর বিভাগের আট জেলার উপকারভোগী ২২ লাখ ৮১ হাজার দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে রংপুর জেলার ২ লাখ ৮৬ হাজার ৩৪৫ জন পাবেন ১০ কেজি করে চাল। এ ছাড়া গাইবান্ধা জেলার ৩ লাখ ৫১ হাজার ৫৩৩ জন, কুড়িগ্রাম জেলার ৪ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন, নীলফামারী জেলার ২ লাখ ৫২ হাজার ১৮২ জন, লালমনিরহাট জেলার ১ লাখ ৪১ হাজার ২৭৬ জন, দিনাজপুর জেলার ৫ লাখ ৯২ হাজার ৩৩ জন, ঠাকুরগাঁও জেলার ১ লাখ ২৪ হাজার ১৬৬ জন এবং পঞ্চগড় জেলার ৬৪ হাজার ৫৯০ জন ভিজিএফের চাল পাবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার মোট ১ কোটি ৬২ হাজার ২৮২ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

ফরহাদুজ্জামান ফারুক/এএএ