আটক সো‌হেল রানা

টাঙ্গাইলের মির্জাপু‌রে চলন্ত বা‌সে ডাকা‌তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের গোড়াই ফ্লাইওভারের কা‌ছে আব্দুল্লাহ প‌রিবহ‌নে এই ঘটনা ঘ‌টে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে গোড়াই হাইও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়িতে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে গাজীপুর হাইও‌য়ে রি‌জিয়‌নের সহকা‌রী পু‌লি‌শ সুপার রা‌জিউর রহমান জানান, রাজশাহীগামী আব্দুল্লাহ প‌রিবহ‌নের বা‌সে যাত্রী‌বেশে ৫/৬ ডাকা‌ত উঠে প‌ড়ে। প‌রে তারা চলন্ত অবস্থায় গা‌ড়ি‌টি নিয়ন্ত্রণে নেয়। এ সময় বা‌সে থাকা যাত্রী‌দের কাছ‌ থে‌কে স্বর্ণাঙ্কারসহ মালামাল লুট ক‌রে। প‌রে গা‌ড়ি‌টি টাঙ্গাইলের এলেঙ্গা হ‌তে পুনরায় ঢাকার দি‌কে নি‌য়ে যাওয়া হয়। এরই মধ্যে জরুরি সেবা ৯৯৯ নম্ব‌র থে‌কে গা‌ড়ি‌টির বিষ‌য়ে গোড়াই হাইও‌য়ে পু‌লিশ‌কে অব‌হিত করা হয়। প‌রে হাইও‌য়ে পু‌লি‌শের মোবাইল টিম ওই বাস‌টিকে থামা‌র জন‌্য সিগন্যাল দি‌লেও গা‌ড়ি‌টি মহাসড়‌কের দেওহাটা পু‌লিশ ফা‌ড়ির চেকপোস্ট ভে‌ঙে চ‌লে যায়। এ সময় গা‌ড়ি‌টি নিয়ন্ত্রণ কর‌তে দা‌য়িত্বরত এক পু‌লিশ সদস‌্য এক রাউন্ড গু‌লি বর্ষণ ক‌রেন। এরপরও গা‌ড়ি‌টি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। প‌রে পুলিশ গোড়াই ফ্লাইওভারে বাস‌টিকে আটক কর‌তে সক্ষম হয়। এ সময় গা‌ড়ি‌তে যাত্রী হিসে‌বে থাকা নৌ-পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে আহত হন। পরে তাকে চিকিৎসার জন‌্য কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সহকা‌রী পু‌লি‌শ সুপার রা‌জিউর রহমান আরও জানান, এ ঘটনায় সো‌হেল রানা নামের এক ডাকাত‌কে আটক করা হয়েছে। বাস‌টি থানা হেফাজ‌তে র‌য়েছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

বা‌সের চালক থানায় লি‌খিত অভিযোগ দি‌য়ে‌ছেন বলে জানান ‌মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম।

অভি‌জিৎ ঘোষ/এমজেইউ