দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার

সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সাতক্ষীরার কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজ এলাকার ঘোষপাড়া মোড়ে একটি ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে তাকে বহনকারী প্রাইভেটকারের ধাক্কা লাগে। দুর্ঘটনায় তিনি অক্ষত থাকলেও প্রাইভেটকারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাতক্ষীরার আদালতে সাফাই সাক্ষী দিতে বৃহস্পতিবার সাতক্ষীরা যান রুহুল কবির রিজভী। সাক্ষী দিয়ে হাবিবকে সঙ্গে নিয়ে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে তার প্রাইভেটকারটির ধাক্কা লাগে। 

ঘটনাস্থল থেকে রুহুল কবির রিজভী জানান, তাকে বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়েছে। তিনি ও হাবিব যশোর বিমান বন্দরে যাচ্ছিলেন। এতে দুজনই সামান্য আঘাত ও ব্যথা পেয়েছেন। প্রাইভেটকারটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, একটি পুরাতন মডেলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে শুনেছি। তবে ওই গাড়িতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী ছিলেন কি-না সেটি জানা নেই। খোঁজ নিচ্ছি।

আরএআর