রংপুরে ঈদ উপহার পেল ২০০ অসচ্ছল পরিবার
রংপুরে দুই শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সিনিয়র সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, হাশেম আলী, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং-এর সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো, রংপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. আল আমিন।
বিজ্ঞাপন
রংপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই দর্শক ফোরামের সংগঠক এম এ মজিদ, সাংবাদিক মাহফুজ আলম প্রিন্স, রংপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, ফটো সাংবাদিক নভেল চৌধুরী ও সংগঠক মুত্তাকিন ইসলাম।
ঈদ উপহার পেয়ে মিজান মিয়া, জুলেখা বেগম, আরিফা বেগম বলেন, ‘জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এবার ঈদোত কীভাবে কী করমো সেটা নিয়্যা চিন্তাত আছনো। ট্রাই ফাউন্ডেশন থাকি হামাক চাল, ডাল, চিনি, দুধ, সেমাই, আলু দেইল। এ্যালা হামার চিন্তা কমিল।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, রংপুরের অসচ্ছল পরিবারদের পাশে ট্রাই ফাউন্ডেশন যেভাবে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এর আগেও ট্রাই ফাউন্ডেশন মানবিক কাজ করে বেশ সুনাম কুড়িয়েছে। তাদের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে এ প্রত্যাশা রাখছি।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ