পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত
পাবনা বাস টার্মিনাল
শ্রমিকদের মারধর এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট আগামী সোমবার (৪ জানুয়ারি) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন এবং পরিবহন মালিক-শ্রমিকদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পাবনা জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। পাবনার প্রশাসন যদি বিষয়টি স্থায়ী সমাধান করে দেয় তাহলে সবার জন্য ভালো হয়। যদি বিষয়টি সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কোনো কারণ ছাড়াই দীর্ঘ তিন-চার বছর ধরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাস মালিক ও শ্রমিকরা পাবনার কোচ ও বাস ড্রাইভারদের বিনা কারণে মারধর করে আসছেন। এ ছাড়া শাহজাদপুরের ওপর দিয়ে বাস-ট্রাক চলাচলে বাধা সৃষ্টি এবং পাবনার মালিক-শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছেন। পাবনার মালিক-শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনো ফল পাননি। এ সমস্যার স্থায়ী সমাধানসহ ছয় দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছিলাম। দাবি পূরণ না হওয়ায় পাবনা-ঢাকাসহ জেলার সকল রুটে পরিবহন ধর্মঘটের আহ্বান করেছিলাম। এখন যেহেতু সমাধানের আশ্বাস পেয়েছি তাই সকল প্রকার আন্দোলন স্থগিত ঘোষণা করেছি।
পাবনার জেলা প্রশাসক মো. কবির মাহমুদ বলেন, আমাদের আশ্বাসে পরিবহন মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী সোমবার পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন। আমরা বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে বসে অচিরেই স্থায়ী সমাধান করবো।
বিজ্ঞাপন
আরএআর