প্রতীকী

বগুড়া শহরে একটি বাড়িতে বিস্ফোরণে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাত ৯ টার দিকে শহরের মালতিনগর দক্ষিণ পাড়ার রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। 

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল জলিল। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে কিছুই নিশ্চিত করতে পারেননি তিনি। 

এ ঘটনায় আহত চারজন হলেন- রেবেকা, তাসনিম বুশরা(১৪), সুমাইয়া আক্তার(১৫), জিম(১৬)। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বগুড়া সদরের বনানী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আশরাফ উদ্দিন বলেন, বিস্ফোরণের কারণ জানতে ঢাকা থেকে বোম্ব স্কোয়াড টিম আসবে। তারা পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।

এমজে