নোয়াখালীর সুবর্ণচরের কুখ্যাত সন্ত্রাসী, রোহিঙ্গা পাচার, গণধর্ষণসহ ১৩ মামলার আসামি ইব্রাহিম খলিল ওরফে দাদা ভাইকে আটকের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হেমায়েত মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইব্রাহিম খলিল ওরফে দাদা ভাই সুবর্ণচর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের রুহুল আমিনের ছেলে। 

চরজব্বর থানা সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল দাদা ভাই একজন পেশাদার সন্ত্রাসী। তিনি অস্ত্র, গণধর্ষণ ,ডাকাতি, চুরি,রোহিঙ্গা পাচারসহ ১৩ মামলার আসামি। শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হেমায়েত মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার সকালে আদালতে হাজির করা হলে বিকেলে কারাগারে প্রেরণ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকালে আসামি ইব্রাহিম খলিল ওরফে দাদা ভাইকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। তারপর বিচারক বিকেলে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাসিব আল আমিন/এমজে