সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ৮ দিন পর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুরে আশুলিয়া থানায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি ৬ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাভারের আশুলিয়ার জামগড়া আরফান মার্কেট এলাকায় আজাদের জুটের গোডাউনে হামলার ঘটনা ঘটে। 

মামলার আসামিরা হলেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়া (২৩), রাজকুমার রাজু (২৮), সোহাগ (২৬), মারুফ ভুঁইয়া (২৫), ইমন (২৮) ও ইভান (১৮)। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ জনকে মামলার আসামি করা হয়েছে।

অন্যদিকে হামলার শিকার শিক্ষার্থীরা হলেন ইয়ারপুর ইউনিয়নের জামগড়া ভুঁইয়াপাড়া এলাকার মোতালেব ভুঁইয়ার ছেলে এবং গাজীরচট এএম স্কুল অ্যান্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র নাহিদ হাসান (২২), একই এলাকার নুর মোহাম্মদের ছেলে ও গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র নূর হাসনাত নাধভি (১৮) এবং বকুল ভূঁইয়ার ছেলে মাইলস্টোন কলেজের এইচএসসি পরীক্ষার্থী হিমেল ভুঁইয়া (২১)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে আশুলিয়া জামগড়া এলাকার আরফান মার্কেট সুইমিংপুলে যায় কয়েকজন শিক্ষার্থী। এরপর সেখান থেকে বাসায় ফেরার পথে আজাদের জুটের গোডাউনে অতর্কিত হামলার শিকার হন তারা। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

এএএ