লক্ষ্মীপুরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ
আগামী ৮ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে এ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার (৩ মে) বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ গেইট থেকে শুরু করে সোনাপুর চৌরাস্তা-মৌলভী বাজার ও কাঠ বাজারসহ বিভিন্ন সড়কে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম ও পৌর বিএনপির সাবেক সদস্য আলমগীর হোসেন বক্তব্য দেন।
বিজ্ঞাপন
এ সময় বক্তারা বলেন, গত ১৫ বছর দেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য কোনো নির্বাচন দিচ্ছে না সরকার। ‘ডামি’ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আবারও জোর করে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। এখন স্থানীয় সরকার নির্বাচনেও একই পন্থা অবলম্বন করেছে। এ তামাশার নির্বাচন ও ভোট বর্জনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগঞ্জের সর্বস্তরের জনগণকে আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক লোকমান পাটোয়ারী, আবুল হাসেম বিএ, বিএনপি নেতা আশরাফিদ দৌলা নোমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রিকু পাটোয়ারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন
হাসান মাহমুদ শাকিল/এএএ