সরকারের দেওয়া কার্ডধারী টিসিবি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে বাজারের দোকানে রাখার দায়ে দুই দোকানে তালা ঝুলিয়েছে লংগদু উপজেলা প্রশাসন। শুক্রবার (৩ মে) রাঙামাটির লংগদু উপজেলার মাইনী বাজারের সুলতান স্টোর ও ইউছুফ স্টোরের গোডাউনে তালা ঝুলানো হয়।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মাইনী বাজারে গিয়ে টিসিবির ৯৯ বস্তা চাল জব্দ করে। এ সময় সুলতান স্টোর থেকে ১৯ বস্তা ডাল, ৭ বস্তা চিনি এবং ২২ বস্তা চাল জব্দ করে। পার্শ্ববর্তী দোকান ইউছুফ স্টোর থেকে ২০ বস্তা চাল জব্দ করে। পরে দুই দোকানে তালা ঝুলিয়ে দেন ইউএনও। এ ছাড়া অবশিষ্ট মালামাল ভাসান্যাদম ইউনিয়নে বিতরণের জন্য পুনরায় পাঠানো হয়।

বাজার কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল বলেন, খবর পেয়ে প্রশাসনের উপস্থিতিতে মালামাল বের করে যেখানে বিতরণ করার কথা ঐ স্থানে প্রেরণ করা হয়। এ সময় দুই দোকানে বাজার কমিটির সম্মতিতে তালা ঝুলানো হয়।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, টিসিবির পণ্য বাজারে উঠার কথা না। গোপন তথ্যের ভিত্তিতে দুই দোকান থেকে মালামাল জব্দ ও দুই দোকানে তালা ঝুলানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মালামাল বিক্রির বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবগত করা হয়েছে।

মিশু মল্লিক/এএএ