সাভারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাভারে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩ মে) দুপুরে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের জামসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন
আটকরা হলেন সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার মৃত চাঁন মিয়ার ছেলে হৃদয় হোসেন (২২) ও একই মহল্লার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে ইমরান হোসেন (২৪)।
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জামসিং এলাকার গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এতে দুই মাদক কারবারিকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
এএএ