টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে ওয়াজেদ আলী খান (৫০) নামে হোটেলের এক বাবুর্চির মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার ফতেরপাড়া-খিলপাড়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়া‌জেদ আলী উপজেলার ২নং ঘাটাইল ইউনিয়নের খিলপাড়া এলাকার মৃত সোনা খার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য মো. রায়হান খান জানান, ওয়াজেদ আলী শনিবার রাতে হোটেলে কাজ শেষ করে ঘাটাইল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। এক পর্যায়ে ফতেরপাড়া-খিলপাড়া সড়‌কে তার মৃত্যু হয়। প‌রে রোববার (৫ মে) সকা‌লে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেওয়া হয়।

ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, শনিবার রাতে বজ্রপাতে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। তার শরী‌রের বিভিন্ন অংশ বজ্রপাতে পুড়ে গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শে‌ষে পরিবারের কা‌ছে হস্তান্তর করা হয়েছে।

অভিজিৎ ঘোষ/এমজেইউ