জাবি ক্যাম্পাস থেকে কর্মচারীর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জিসান আহমেদ (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জেনারেটর বাজার সংলগ্ন স্থানের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের কর্মচারী মো. নুজরুল ইসলামের (৫০) ছেলে ও ক্যাম্পাসের কলাবাগান এলাকার বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি শেরপুরের সদর উপজেলার চর শাহাব্দি গ্রামে। আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে বলেন, ঝুলন্ত অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর ছেলের মরদেহ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বলেন, ভোর ৬টার দিকে এলাকাবাসীরা মরদেহ ঝুলতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানাই। তারা এসে মরদেহ উদ্ধার করে। বিষয়টি এখন পুলিশ দেখছে।
বিজ্ঞাপন
মেহেরব হোসেন/আরকে