রংপুরে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে নগরীর বিভিন্ন এলাকার তৃতীয় লিঙ্গের ১৭০ জনের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মো. আসিব আহসান।

জেলা প্রশাসক বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশাজীবী ও কর্মহীন মানুষ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রত্যেক স্থানে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষেরা এই অনুদান পাবেন। আজ রংপুর মহানগরীর ১৭০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।  

এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর