ইফতার নিয়ে করোনা ইউনিটে জেলা প্রশাসন
নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে পুষ্টিকর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ইফতার বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে সদর উপজেলার ভেলানগরে ৮০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে এই ইফতার বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনা রোগীদের অবশ্যই পুষ্টিকর খাবার প্রয়োজন। এ জন্য ৬০ জন করোনা আক্রান্ত রোগী, ১৫ জন নার্স ও ৮ জন ডাক্তার, ৫৫ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১১৫ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিকেন তেহারি, মাল্টা, পেয়ারা, আঙুরসহ বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ ফল।
বিজ্ঞাপন
ইফতার বিতরণকালে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া, নরসিংদী করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া ঢাকা পোস্টকে বলেন, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের নির্দেশে আমরা এই ইফতার বিতরণ করেছি। শুধু রোগী নয়, রোগীদের সেবার সঙ্গে যারা জড়িত তাদেরও পুষ্টিকর খাবারের প্রয়োজন আছে। তাই রোগী, নার্স, আয়া সকলের মাঝেই ইফতার বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
রাকিবুল ইসলাম/আরএআর