এসআই ওছিম

১২ কেজি গাঁজাসহ পাবনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওছিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার পর মঙ্গলবার (২৭ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। 

এসআই ওসিম চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কেশবপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল পাবনা সদর থানার তিনগাছা রাজাপুর গ্রামের চম্পা খাতুনের বাড়ি থেকে এসআই ওছিম উদ্দিন পাঁচ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে সদর থানায় মামলা করেন। কিন্তু তার কাছ থেকে প্রকৃতপক্ষে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাকি ১২ কেজি গাঁজা এসআই ওছিম অসৎ উদ্দেশ্যে নিজের কাছে রেখে দেন।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ এপ্রিল) পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পারেন সদর থানার এসআই ওছিমের কাছে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। ওইদিন বিকেলে পুলিশ সুপার সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত কেবিন তল্লাশি করে সেখান থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং তাকে আটক করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, গাঁজার বিষয়ে এসআই ওছিম সঠিক কোনো উত্তর দিতে পারেননি। এ ঘটনায় পাবনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা করেছেন। এছাড়াও এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, মামলার পর আসামিকে মঙ্গলবার (২৭ এপ্রিল) পাবনা আমলি আদালত-১ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ শামসুল আল আমিনের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা প্রধানমন্ত্রী ও পুলিশপ্রধানের কঠোর নির্দেশনা নিয়েই আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। 

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত রিপোর্ট পেলে মূল রহস্য জানা যাবে।

রাকিব হাসনাত/আরএআর