শেরপুরে খাদ্য সহায়তা পেলেন ১৫০ জন প্রতিবন্ধী

শেরপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন ১৫০ জন প্রতিবন্ধী। শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান লকডাউনে অসহায় হয়ে পড়ায় তাদের কাছে এ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বুধবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কসংলগ্ন কালেক্টরেট ইনোভেটিভ স্কুলমাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এসডিসি) মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা হোসনে আরা প্রমুখ।

আনার কলি মাহবুুব ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও লকডাউনে কর্মহীন, অসহায় ও প্রতিবন্ধীদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা প্রশাসন নিয়মিত কাজ করছে। আজ আমরা প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দেওয়া হলো।

খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, লবণ, পেঁয়াজ ও সয়াবিন তেল। খাদ্য সহায়তার পাশাপাশি উপস্থিত সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে মাস্ক দেওয়া হয়।

জাহিদুল খান সৌরভ/এমএসআর