ময়মনসিংহে ২৫০ জনের মাঝে উপহারসামগ্রী বিতরণ

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, এক বছরের বেশি সময় ধরে অদৃশ্য করোনার সঙ্গে আমরা লড়াই করছি। এ লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মানুষকে নিরাপদ রাখার স্বার্থে লকডাউনে দরিদ্র মানুষের জন্য খাদ্য উপহার প্রদান করেছেন।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর সেই উপহার সবার কাছে এবং একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। করোনাকালে প্রধানমন্ত্রী মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন, তা বিশ্বে বিরল।

বুধবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখীমঞ্চে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ২৫০ জন কর্মহীন ও পত্রিকার হকারদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি করে ডাল, পেঁয়াজ, আলু, চিনি, লবণ, তেল ও এক প্যাকেট সেমাই দেওয়া হয়।

অনুষ্ঠানে মেয়র টিটু আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমিত সম্পদ দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছেন। পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। আমাদেরও উচিত তার হাতকে শক্তিশালী করা।

একইসঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবসময় এবং সঠিকভাবে মাস্ক পরিধান, জনসমাগম এড়িয়ে চলা এবং নিয়মিত বিরতিতে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।

উবায়দুল হক/এমএসআর